Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেটিজেন চার্টার সেবা প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট জেলা

সিটিজেন চার্টার


১.ভিশন ও মিশন


ভিশনঃ

‘‘ অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবেলায় এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন’’


মিশনঃ

‘‘ দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।’’


২. সেবা প্রদান প্রতিশ্রুতি


২.১) নাগরিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবারমূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী ও ফোন নম্বর)


০১

অগ্নি নির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা

যে কোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন ও অগ্নি নির্বাপন/ উদ্ধার/প্রাথমিক চিকিৎসা প্রদান ও হাসপাতালে প্রেরণ।

প্রযোজ্য নয়

বিনামূল্যে

তাৎক্ষনিকভাবে

১. মোঃ শাহাবুদ্দিন

সিনিয়র স্টেশন অফিসার,

বাগেরহাট সদর

ফোনঃ ০৪৬৮-৬৩৬৬৬

মোবাঃ ০১৯০১০২২৭৬৮

২. মোঃ আজিজুর রহমান

whi, মংলা

ফোনঃ ০৪৬৫৮-৭৩৩২০

মোবাঃ ০১৯০১০২২৭৭২

৩. মোঃ আরদেশ আলী

সিনিয়র স্টেশন অফিসার

মংলা ইপিজেড

মোনঃ ০২৪৭৭৭৫৩৯৫১

মোবাঃ ০১৯০১০২২৭৭৪

৪. মোঃ গোলাম ফারুক

সাব অফিসার, মোড়েলগঞ্জ

মোবাঃ ০১৯০১০২২৭৭৮

৫. আফতাব-ই-আলম, সাব-অফিসার শরণখোলা

ফোনঃ ০৪৬৫৯-৫৬২২২

মোবাঃ ০১৯০১০২২৭৮২

৬.জনাব রিপন কুমার ঘোষ

স্টেশন অফিসার,কচুয়া

মোবাঃ-০১৯০১০২২৭৯২

৭.জনাব শরীফ আমিনুল ইসলাম

স্টেশন অফিসার,মোল্লাহাট

মোবাঃ-০১৯০১০২২৭৯৪

৮.জনাব শাহাজাহান মিয়া

সাব-অফিসার,ফকিরহাট

মোবাঃ-০১৯০১০২২৭৮৮

৯.জনাব মোঃ আব্দুল ওদুদ

সাব-অফিসার,চিতলমারী

মোবাঃ-০১৯০১০২২৭৯৪

৯.জনাব মোঃ আবু জাফর সিদ্দিক

লিডার,রামপাল

মোবাঃ-০১৯০১০২২৭৮৬


০২

এ্যাম্বুলেন্স সার্ভিস

টেলিফোন বা অন্য কোন মাধ্যমে অনুরোধের প্রেক্ষিতে স্থানীয় ও আমত্মঃ জেলা পর্যায়ে নির্ধারিত ভাড়ার ভিত্তিতে এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয়। রোগীকে বাসা বা দুর্ঘটনাস্থল হতে হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্স প্রদান করা হয়।

আন্তঃ জেলা পর্যায়ে এ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। ফরমটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনে পাওয়া যায়।

(ক) পৌর এলাকায় ০৮ কিঃ মিঃ পর্যন্ত-১০০ টাকা

(খ) ৮ কিঃ মিঃ হতে ১৬ কিঃ মিঃ পর্যন্ত-১৫০ টাকা

(গ) দূরবর্তী কলের ক্ষেত্রে প্রতি কিঃ মিঃ- ০৯ টাকা

(ঘ) প্রতি ঘন্টা অবস্থান- ২০ টাকা

(ঙ) অক্সিজেন সিলিন্ডার প্রতিটি- ৬০০ টাকা।

তাৎক্ষনিকভাবে

মোঃ শাহাবুদ্দিন

সিনিয়র স্টেশন অফিসার,

বাগেরহাট সদর

ফোনঃ ০৪৬৮-৬৩৬৬৬

মোবাঃ ০১৯০১০২২৭৬৮ মোঃ আরদেশ আলী

সিনিয়র স্টেশন অফিসার

মংলা ইপিজেড

মোনঃ ০২৪৭৭৭৫৩৯৫১

মোবাঃ ০১৯০১০২২৭৭৪.জনাব শাহাজাহান মিয়া

সাব-অফিসার,ফকিরহাট

মোবাঃ-০১৯০১০২২৭৮৮








২.২) প্রাতিষ্ঠানিক সেবা

  • আবেদন পত্র
  • পে-অর্ডার/ব্যাংক ড্রাফট
  • বেসামরিক প্রশিক্ষণ সেল
  • অনলাইন (www.fscd. gov.bd)
  • আবেদন পত্র
  • তথ্য ফরম
  • নকশা(ফ্লোর প্লান)
  • জমির দলিল/চুক্তিপত্র
  • জমির মুল্যায়ন
  • ট্রেড লাইসেন্স
  • মেমোরেন্ডাম অব আর্টিকেলস


প্রাপ্তি স্থানঃ

উপ-সহকারী পরিচালকের দপ্তর, বাগেরহাট।

৫০০/- পর্যন্ত ধার্যকৃত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে ১-৭৩৬১-০০০০-২০০৯ কোডে জমা প্রদান করে মূলকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

৩০ দিন

মোহাম্মদ বজলুর রশিদ

উপ-সহকারী পরিচালক

ফোনঃ ০২৪৭৭৭৫১০৬৮

মোবাঃ ০১৯০১০২২৭০৫


০৮

মৌলিক সাধারণ প্রশিক্ষণ

আওতাধীন সকল ফায়ার ষ্টেশন কর্তৃক নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদান করা হয়

প্রযোজ্য নয়

বিনামূল্যে

-

মোহাম্মদ বজলুর রশিদ

উপ-সহকারী পরিচালক

ফোনঃ ০২৪৭৭৭৫১০৬৮

মোবাঃ ০১৯০১০২২৭০৫


          বিস্তারিত জানতে http://fireservice.bagerhat.gov.bd/

                             http://fireservice.gov.bd/