Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সীতাকুণ্ডে অগ্নিদুর্ঘটনায় শহিদ ফায়ারফাইটার শাকিল তরফদারের জানাজা সম্পন্ন
Details

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে
কেমিক্যাল বিম্ফোরণজনিত দুর্ঘটনায় শাহাদত বরণকারী সকল অগ্নিযোদ্ধাকে
শ্রদ্ধা জ্ঞাপন করে কুমিরা ফায়ার স্টেশনের শহিদ ফায়ারফাইটার মোঃ শাকিল
তরফদার-এর জানাজা ৭ জুন ২০২২ সকাল ১১-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল
ডিফেন্স অধিদপ্তরে সম্পন্ন হয়েছে।
জানাজা অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব
আসাদুজ্জামান খান, সুরক্ষা সেবা বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ
মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল মোঃ মাইন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ এবং
বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
কর্মকর্তাগণ, মরহুমের পরিবারের সদস্যগণ এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের
কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এর আগে জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ
ফায়ারফাইটার মোঃ শাকিল তরফদারের কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি
সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পর তিনি শহিদ শাকিল তরফদারসহ
সকল শহিদ অগ্নিযোদ্ধাদের উদ্দেশে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন পর্বে অংশগ্রহণ
করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকলকে শহিদ ফায়ারফাইটার মোঃ শাকিল তরফদারের
জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এর পর মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর
চাচা জনাব আবুল কালাম তরফদার সংক্ষেপে বক্তব্য দেন এবং পরিবারের পক্ষ
থেকে সকলের কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন। এ সময় উপস্থিত
গণমাধ্যমকর্মী ও সকলকে জানানো হয়, অধিদপ্তরের ঐকান্তিক ইচ্ছা ছিল,
সীতাকুণ্ডের দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত সকলের মরদেহ অধিদপ্তরে এনে
একসাথে জানাজা সম্পন্ন করার। কিন্তু পরিবারের সদস্য ও স্বজনদের অনুরোধের
পরিপ্রেক্ষিতে তাদের কাছে অন্য মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

Images
Attachments
Publish Date
08/06/2022
Archieve Date
31/01/2024